হোম > বিশ্ব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জাতিসংঘ যা বলল

কোটা সংস্কারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন ঠেকাতে কঠোর হয়েছে সরকারও। এই অবস্থায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছে জাতিসংঘ। শান্তিপূর্ণ প্রতিবাদ মানুষের মৌলিক মানবাধিকার উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ওই আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন ডুজারিক। এর আগে ব্রিফিংয়ের সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল—আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনাটি জাতিসংঘের মহাসচিব অবগত আছেন কি না।

জবাবে ডুজারিক বলেন, ‘হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে জানি। উদ্বেগের সঙ্গেই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে বলে আমি মনে করি।’

ডুজারিক আরও বলেন, ‘যেকোনো ধরনের হুমকি এবং সংঘাত থেকে প্রতিবাদকারীদের সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।’

শান্তিপূর্ণ প্রতিবাদ মানুষের মৌলিক মানবাধিকার স্মরণ করিয়ে দিয়ে ডুজারিক বলেন, ‘বাংলাদেশ সরকারের উচিত এই অধিকার নিশ্চিত করা।’

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে