ফ্রান্সে সমুদ্রসৈকত, পার্ক, জনসমাগমপূর্ণ স্থান ও বাস স্টপেজে ধূমপান নিষিদ্ধ হচ্ছে। আজ শনিবার ফরাসি সরকার এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল রোববার (২৯ জুন) থেকে এ আইন কার্যকর হবে। ফরাসি সরকার বলছে, শিশুদের পরোক্ষ ধূমপান থেকে রক্ষা করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ (২৮ জুন) সরকারি গেজেটে প্রকাশিত নির্দেশ অনুযায়ী, গ্রন্থাগার, সুইমিংপুল ও স্কুলের বাইরে ধূমপান নিষিদ্ধ করা হবে। তবে এই নির্দেশে ইলেকট্রনিক সিগারেটের (ই-সিগারেট) বিষয়ে কোনো উল্লেখ নেই। আইন ভঙ্গকারীদের ১৩৫ ইউরো (প্রায় ২০ হাজার টাকা) জরিমানা দিতে হবে।
ফরাসি স্বাস্থ্য ও পরিবারমন্ত্রী ক্যাথরিন ভোঁথাঁ গত মে মাসে বলেছিলেন, ‘যেসব স্থানে শিশুরা থাকে, সেখান থেকে তামাক দূর করতে হবে।’ তিনি ‘শিশুদের বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার অধিকারের’ ওপর জোর দিয়েছেন। তবে, ক্যাফে টেরেসগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
ফ্রান্সে প্রতিবছর আনুমানিক ৭৫ হাজার মানুষ তামাক-সম্পর্কিত জটিলতায় মারা যান। সম্প্রতি একটি জনমত জরিপে দেখা গেছে, ১০ জনের মধ্যে ৬ জন ফরাসি (৬২ শতাংশ) জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধের পক্ষে।
উল্লেখ্য, জনস্বাস্থ্য রক্ষায় ফ্রান্স দীর্ঘদিন ধরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ২০০৮ সাল থেকে রেস্তোরাঁ ও নাইটক্লাবের মতো বদ্ধ জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ রয়েছে। নতুন এই আইনটি ফ্রান্সে একটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ২০৩২ সালের মধ্যে তামাকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।