হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পাল্টা আক্রমণ শুরু, ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ

আজকের পত্রিকা ডেস্ক­

ইরাকের আকাশ দিয়ে ইসরায়েলে উড়ে যাচ্ছে ইরানি শহিদ ড্রোন। ছবি: এক্সে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

গত কয়েক ঘণ্টায় ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফের মুখমাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। ড্রোনগুলো ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ড্রোনগুলোর ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা লেগে যাবে বলে উল্লেখ করেছেন তিনি।

টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, বিভিন্ন মডেলের শহীদ ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। ইরাকের আকাশে বেশ কয়েকটি ড্রোন ইসরায়েলের দিকে ছুটে যেতে দেখেছেন বলে সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানের কমপক্ষে ছয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রেও হামলা চালিয়েছে তারা। হামলা চালানো হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তরেও। এই হামলায় আইআরজিসির প্রধান হোসাইন সালেমি এবং দেশটির পারমাণবিক শক্তিবিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

হামলা চালানো হয়েছে তেহরানের আবাসিক এলাকায়ও। বহু বেসামরিক হতাহতের আশঙ্কাও করছে কর্তৃপক্ষ।

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন