হোম > বিশ্ব > ইউরোপ

বাংলাদেশে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর।

ডেইলি মিরর রাজ পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’

গত ফেব্রুয়ারিতে রাজার ক্যানসার আক্রান্তের খবরটি প্রকাশ্যে আনে বাকিংহাম প্যালেস। তবে চিকিৎসকেরা জানান, রাজার চিকিৎসা ভালোভাবেই এগোচ্ছে। তিনি আগামী বছর সফরে যেতে পারবেন।

সম্প্রতি জি-২০ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। এরই প্রেক্ষাপটে, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাজপরিবারের সদস্যদের একটি ‘কূটনৈতিক মিশনে’ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

ডেইলি মিরর আরও জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ্ছে। এ ছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজা-রানির জন্য একটি সফর আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

এর আগে ২০১৯ সালে রাজা ভারত সফর করেছিলেন। সে সফরের মূল বিষয় ছিল জলবায়ু পরিবর্তন, স্থায়িত্ব এবং সামাজিক অর্থনীতি।

গত অক্টোবরে সামোয়া থেকে ফেরার পথে বেঙ্গালুরুর সোকিয়া ইন্টারন্যাশনাল হোলিস্টিক হেলথ সেন্টারে একটি যাত্রাবিরতি দেন রাজা তৃতীয় চার্লস। দীর্ঘ সফরের পর বিশ্রাম নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি এই যাত্রাবিরতি দিয়েছিলেন।

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা