হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বজুড়ে বিক্ষোভ

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মিছিল করেছেন ফিলিস্তিনিরা।

রয়টার্সের খবরে বলা হয়, ওই মিছিলে সব ফিলিস্তিনিকে জেগে ওঠার আহ্বান জানানো হয়। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের মোকাবিলা করার আহ্বান জানান তাঁরা।

গত শনিবার ইসরায়েলে হামাসের হামলার পর পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন মিত্র দেশের সরকার ও নাগরিকদের সমর্থন পায় তেল আবিব। অন্যদিকে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলা হলে ক্ষোভে ফেটে পড়ে আরব ও মুসলিম বিশ্ব।

ইরাকের রাজধানী বাগদাদে কয়েক হাজার নাগরিক ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিল করেছেন। গতকাল তাহরির স্কয়ারে সমাবেশ করেন তাঁরা। এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি পোড়ানো হয়েছে ইসরায়েলের পতাকা। কেউ কেউ সাদা কাফন পরে শামিল হয়েছিলেন প্রতিবাদে।

জর্ডানের রাজধানী আম্মানে প্রায় ১০ হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন। এতে বামপন্থী বিভিন্ন দল ও তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

এ ছাড়া পাকিস্তান, ভারত, লেবানন, তুরস্ক ও সিরিয়াসহ বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে।

ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় বোমা হামলার প্রতিবাদে রোম, মিউনিখ, বেলগ্রেড ও অন্যান্য শহরে সমাবেশের পরিকল্পনা করা হয়। 
ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনিদের সমর্থনে করা বিক্ষোভ মিছিলে কাঁদানে গ্যাস শেল ছোড়ে পুলিশ। দেশটিতে ফিলিস্তিনপন্থী সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।

পুতিনের নৈশভোজে যোগ দেবেন শশী থারুর, আমন্ত্রণ পাননি রাহুল

সিরিয়ায় নতুন বিদ্রোহের প্রস্তুতি—নেপথ্যে আসাদের নির্বাসিত গোয়েন্দাপ্রধান ও চাচাতো ভাই

পুতিনের হাতে ভগবদ্গীতা তুলে দিলেন মোদি

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার