হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টাকেও শেষ করে দিল ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি ইসরায়েলের প্রাথমিক বিমান হামলায় আহত হওয়ার পর মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, ইসরায়েলের প্রথম দফার হামলায় শামখানি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছিলেন।

শামখানি ছিলেন ইরানের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা এবং অনেক দিন ধরে খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইরানের আঞ্চলিক কৌশল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তেহরানের জোটবদ্ধতা ও প্রতিরক্ষা নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করতেন।

ইসরায়েলের বিমান হামলা ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়, যার জবাবে ইরানও পাল্টা হামলায় অংশ নেয়। শামখানির মৃত্যু ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য বড় ধরনের ধাক্কা এবং এর প্রতিক্রিয়ায় আরও তীব্র প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও গভীরতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল সংঘর্ষ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল।

আরও খবর পড়ুন:

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন