হোম > বিশ্ব > এশিয়া

তাহলে কি তালেবান সরকারকে স্বীকৃতি দিল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জে.পি. সিং ৬ নভেম্বর তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে বৈঠক করেন। ছবি: আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়

আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।

শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।

এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।

এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।

দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।

২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।

গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়