হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

গুয়াতেমালা সিটিতে বাস খাদে পড়ে নিহত ৩১

গুয়াতেমালা সিটির ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করেছে। ছবি: এএফপি

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা সিটিতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার সকালে (স্থানীয় সময়) ৭৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন।

গুয়াতেমালা সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করা হয়েছে, আমরা এখনো বাসের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছি।’

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি গুয়াতেমালা সিটির প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এল প্রোগ্রেসো ডিপার্টমেন্টের সান আগুস্টিন আকাসাগুয়াস্তলান শহর থেকে গুয়াতেমালা সিটির দিকে যাচ্ছিল।

উদ্ধারকর্মীরা জানান, এই নদীর পানি দূষিত। এতে বিভিন্ন ধরনের বর্জ্য মিশে রয়েছে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে, কীভাবে বাসটি ব্রিজ থেকে নিচে পড়ে গেল।

উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার