হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পরমাণু চুক্তি করতে ইরানকে আগস্ট পর্যন্ত আলটিমেটাম পশ্চিমাদের

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পরমাণু আলোচনা শেষে একটি চুক্তি সম্পাদনের জন্য ইরানকে আল্টিমেটাম দিয়েছে পশ্চিমা দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক টেলিফোন আলোচনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনের জন্য আগস্ট মাসের শেষ দিনকে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করতে সম্মত হয়েছেন।

তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যদি এই সময়সীমার মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে এই তিন ইউরোপীয় শক্তি ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ২০১৫ সালের পরমাণু চুক্তির ফলে ইরানের ওপর থেকে উঠে যাওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা আবারও স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে।

খবরে বলা হয়েছে, এই চার দেশ সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর করার জন্য রাশিয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হওয়ার আগেই তা বাস্তবায়নের চেষ্টা করছে। রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ মিত্র। পশ্চিমা দেশগুলো মনে করছে, স্ন্যাপব্যাক ব্যবস্থা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে ইরানের দাবি, এই ব্যবস্থা আইনগতভাবে বৈধ নয় এবং এর প্রতিক্রিয়ায় তারা পরমাণু বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে।

অ্যাক্সিওস জানিয়েছে, ইউরোপীয় মিত্ররা এখন ইরানি কর্মকর্তাদের জানাবে যে, তারা যদি কোনো ধরনের চুক্তি অর্জনের প্রতিশ্রুতি দেখানোর জন্য কিছু পদক্ষেপ নেয়, তাহলে এই নিষেধাজ্ঞা এড়ানো যেতে পারে। প্রতিবেদনে ইরানের সম্ভাব্য পদক্ষেপের উদাহরণ হিসেবে বলা হয়েছে—আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ আবার শুরু করা বা পরমাণু স্থাপনা থেকে ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা।

এর আগে, ওয়াশিংটনে সাম্প্রতিক এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্ন্যাপব্যাক ব্যবস্থা বন্ধ না করার অনুরোধ করেছিলেন বলে অ্যাক্সিওস জানিয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে আরও বলেন, নিষেধাজ্ঞা এড়াতে যেন ইরানকে দ্রুত চুক্তি করতে চাপ দেওয়া হয়।

এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে যে, ট্রাম্প ও তাঁর দল আমাদের সঙ্গে একমত হয়েছেন।’

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

এবার ভেনেজুয়েলার তৃতীয় তেলের ট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯