হোম > বিশ্ব

‘আরও মারাত্মক ধরন আসার আগেই করোনাকে দমন করতে হবে’

করোনার আরও মারাত্মক ধরন আসার আগেই এটিকে দমন করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘ডেলটা একটি বিপৎসংকেত। ভাইরাস যে বিবর্তিত হচ্ছে, এটি তার বিপৎসংকেত। আরও কোনো মারাত্মক ধরন আসার আগেই এটি আমাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংকেত দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এখন পর্যন্ত করোনার চারটি ধরন পাওয়া গেছে এবং এমন ভাইরাস ছড়াতে থাকলে আরও ধরনের সংক্রমণ হতে পারে।

তেদরোস আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের পাঁচটির মধ্যেই গত চার সপ্তাহে করোনার সংক্রমণ ৮০ শতাংশ বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বে এ পর্যন্ত ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার অতিসংক্রামক ডেলটা ধরন।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি বলছে, অন্যান্য করোনার ধরনের মতো ডেলটা ধরনও বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি করোনার ডেলটা ধরনের বিস্তার ঠেকাতে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল রয়টার্স

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি