হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ার ৫ ডলারের নতুন নোটে রাজা চার্লস থাকবেন না

অস্ট্রেলিয়ার নতুন মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের ছবি থাকছে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এক ঘোষণায় রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) জানায়, নতুন মুদ্রায় ‘আদিবাসী অস্ট্রেলীয়দের ইতিহাস ও সংস্কৃতির’ প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনার পর রিজার্ভ ব্যাংক পরিচালনা পর্ষদ মুদ্রায় পরিবর্তন আনার এই সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার বেশির ভাগ মুদ্রায় এখন আদিবাসী সংশ্লিষ্ট শিল্পকর্ম আছে। 

দেশটির এখনকার সব ৫ ডলারের মুদ্রার এক পাশে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি আছে। তবে রানির মৃত্যুর পর অস্ট্রেলিয়া নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে তাঁর ছবি সরানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নতুন রাজা চার্লসের ছবিও যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। 

আপাতত ৫ ডলার ছাড়া অন্য কোনো ব্যাংক নোট বদলানোর কথা ভাবছে না অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক আরবিএ। তবে নতুন নকশা কবে নাগাদ উন্মুক্ত হবে তা জানা যায়নি। 

উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে অভিষেক হয় তাঁর ছেলে রাজা চার্লসের। এর মধ্য দিয়ে চার্লস যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া কমনওয়েলথভুক্ত আরও ১২টি দেশের রাষ্ট্রপ্রধান হন। যদিও এটা এক ধরনের আলংকারিক পদ, দেশগুলোর ক্ষমতাকাঠামো বা নীতিনির্ধারণে কোনো ভূমিকা থাকবে না তাঁর। 

অস্ট্রেলিয়ায় সব সময়ই কোনো না কোনো ব্যাংক নোটে ব্রিটিশ রাজা বা রানির ছবি ছিল। তবে সম্প্রতি দেশটি সিদ্ধান্ত নেয় যে,৫ ডলারের নোটে রানির ছবি সারানো হবে। তবে নতুন রাজার ছবি স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে না। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক