হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ার ৫ ডলারের নতুন নোটে রাজা চার্লস থাকবেন না

অস্ট্রেলিয়ার নতুন মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের ছবি থাকছে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এক ঘোষণায় রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) জানায়, নতুন মুদ্রায় ‘আদিবাসী অস্ট্রেলীয়দের ইতিহাস ও সংস্কৃতির’ প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনার পর রিজার্ভ ব্যাংক পরিচালনা পর্ষদ মুদ্রায় পরিবর্তন আনার এই সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার বেশির ভাগ মুদ্রায় এখন আদিবাসী সংশ্লিষ্ট শিল্পকর্ম আছে। 

দেশটির এখনকার সব ৫ ডলারের মুদ্রার এক পাশে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি আছে। তবে রানির মৃত্যুর পর অস্ট্রেলিয়া নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে তাঁর ছবি সরানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নতুন রাজা চার্লসের ছবিও যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। 

আপাতত ৫ ডলার ছাড়া অন্য কোনো ব্যাংক নোট বদলানোর কথা ভাবছে না অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক আরবিএ। তবে নতুন নকশা কবে নাগাদ উন্মুক্ত হবে তা জানা যায়নি। 

উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে অভিষেক হয় তাঁর ছেলে রাজা চার্লসের। এর মধ্য দিয়ে চার্লস যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া কমনওয়েলথভুক্ত আরও ১২টি দেশের রাষ্ট্রপ্রধান হন। যদিও এটা এক ধরনের আলংকারিক পদ, দেশগুলোর ক্ষমতাকাঠামো বা নীতিনির্ধারণে কোনো ভূমিকা থাকবে না তাঁর। 

অস্ট্রেলিয়ায় সব সময়ই কোনো না কোনো ব্যাংক নোটে ব্রিটিশ রাজা বা রানির ছবি ছিল। তবে সম্প্রতি দেশটি সিদ্ধান্ত নেয় যে,৫ ডলারের নোটে রানির ছবি সারানো হবে। তবে নতুন রাজার ছবি স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে না। 

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন