হোম > বিশ্ব

নারী বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৩

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ বৃহস্পতিবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন বেসামরিক নাগরিকসহ হামলাকারী নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ছয়জন। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক কেন্দ্র অকল্যান্ডের একটি নির্মাণ সাইটে এই গোলাগুলি হয়। তবে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এই হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেননি। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ চলবে। 

পুলিশ বলছে, অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে গুলি চালান এক বন্দুকধারী। এতে দুজন নিহত হন। এরপর পুলিশ গুলির শব্দ শুনে ওই বন্দুকধারীকে অনুসরণ করলে তখনো তিনি শটগান দিয়ে গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হামলাকারী নিহত হন।  

এ ছাড়া এই হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হিপকিন্স। এ নিয়ে তিনি বলেছেন, পুলিশ সাহসিকতার সঙ্গে দ্রুতই ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। 

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেছেন, ‘ফিফার সব কর্মী ও ফুটবল দল নিরাপদে রয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।’

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

এবার ভেনেজুয়েলার তৃতীয় তেলের ট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯