হোম > বিশ্ব > ইউরোপ

মাখোঁর মুখে জোরে হাত চালালেন কেন তাঁর শিক্ষিকা স্ত্রী ব্রিজিত, যে ব্যাখ্যা দিল এলিসি প্রাসাদ

আজকের পত্রিকা ডেস্ক­

বিতর্কিত সেই মুহূর্তটি ভাইরাল ভিডিও থেকে নেওয়া

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিতের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ভিয়েতনামে একটি বিমান থেকে নামার সময় ব্রিজিত হঠাৎ মাখোঁর মুখের দিকে হাত বাড়িয়ে ধাক্কা মেরেছেন। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হওয়ায় আজ সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, বিমানের দরজা খুলতেই প্রথমে মাখোঁকে দেখা যায়। পরক্ষণেই দরজার আড়ালে থাকা ব্রিজিত তাঁর হাত দুটি দিয়ে মাখোঁর মুখে জোরে ধাক্কা মারেন। ঘটনাটি দেখে অনেকে এটিকে আকস্মিক ধাক্কা হিসেবে ব্যাখ্যা করেছেন। মুহূর্তের জন্য মাখোঁ বিস্মিত হলেও দ্রুত স্বাভাবিক হয়ে সংবাদমাধ্যমের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

এরপর বিমান থেকে নামার সময় মাখোঁ স্ত্রীকে হাত ধরার প্রস্তাব দিলেও ব্রিজিত সেই হাত না ধরে রেলিং ধরেই নামেন।

বিমান থেকে নামার সময়ের একটি খুনসুটিপূর্ণ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভুল ব্যাখ্যার শিকার হয়েছে দাবি করে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বলছে, এটি ছিল নিছক একটি মজার মুহূর্ত, যা রুশপন্থী প্রচারণায় রূপ নিয়েছে এক বিভ্রান্তিকর ঘটনায়।

প্রথমে এলিসি প্রাসাদ এই ঘটনা অস্বীকার করলেও পরে এক সূত্র মারফত এটিকে গুরুত্বহীন বলে দাবি করেছে। ওই সূত্র সিএনএনকে বলেছে, ‘এটি ছিল একধরনের ব্যক্তিগত মুহূর্ত—যেখানে প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী সফরের শুরুতে শেষবারের মতো একে অপরকে খুনসুটি করে চাঙা করছিলেন।’

সূত্রটি আরও বলে, এই সামান্য বিষয়কেই ষড়যন্ত্রতাত্ত্বিকেরা বড় করে তুলতে দেরি করেনি। ফরাসি কর্তৃপক্ষের মতে, রুশপন্থী অনলাইন ট্রলগুলো ভিডিওটিকে ভুল ব্যাখ্যা করে বিতর্ক ছড়াতে তৎপর হয়ে ওঠে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ইউক্রেনকে নিয়ে ইউরোপীয় অবস্থান গঠনে মাখোঁ একজন অগ্রণী নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে হ্যানয়ের ওই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা শুরু হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে আরও একটি প্রচারণা শুরু হয়েছিল। সে সময় দাবি করা হয়, পোল্যান্ড থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভগামী একটি ট্রেনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বসে কোকেন সেবন করছিলেন মাখোঁ।

ওই প্রচারণার উৎস ছিল রুশপন্থী একাধিক অ্যাকাউন্ট। সে সময় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছিল, ট্রেনে তিন নেতা যখন বসে ছিলেন, তখন ক্যামেরার সামনে মাখোঁ একটি দলা পাকানো টিস্যু বা রুমাল হাতে তুলে নিচ্ছেন। রুশপন্থী অ্যাকাউন্টগুলো ওই বস্তুকে ‘কোকেনের প্যাকেট’ বলে দাবি করে। পরে এই বিষয়ে এক প্রতিক্রিয়ায় এলিসি প্রাসাদ থেকে বলা হয়েছিল, ‘এটি একটি রুমাল। নাক ঝাড়ার জন্য। যখন ইউরোপীয় ঐক্য অস্বস্তিকর হয়ে ওঠে, তখন বিভ্রান্তিমূলক প্রচারণা একটি রুমালকেও মাদকে রূপান্তর করে।’

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে