হোম > বিশ্ব > এশিয়া

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

আজকের পত্রিকা ডেস্ক­

অলিসহ অন্যান্য নেতাকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে শিবপুরীতে নিয়ে যায় নেপালের সেনাবাহিনী। ছবি: সেতুপতি

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।

একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী অলি, উপ-প্রধানমন্ত্রী ও নগর উন্নয়নমন্ত্রী প্রকাশ মান সিং, উপ-প্রধানমন্ত্রী ও মবের শিকার অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল, দাহাল, নেপাল ও অন্য মন্ত্রীদের শিবপুরীর আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে নেওয়া হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে জেনারেশন জেড তরুণদের উদ্দেশে এক চিঠিতে অলি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, তিনি বর্তমানে শিবপুরীর নিরিবিলি ও নিরাপদ স্থানে অবস্থান করছেন।

সূত্রের বরাত দিয়ে নেপালের সংবাদমাধ্যম সেতুপতি জানিয়েছে, মন্ত্রীদের ভৈনসেপাটির সরকারি বাসভবন থেকে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে আর দাহাল ও নেপালকে নিয়ে যাওয়া হয় সিংহ দরবার থেকে।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দাহাল সিংহ দরবারে বিরোধী দলের বৈঠক ডেকেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন নেপালও। এর মধ্যে দাহালের বাসায় বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন—এমন খবর পৌঁছালে সেনাবাহিনী দ্রুত দুজনকেই শিবপুরীতে সরিয়ে নেয়।

অল্প সময়ের মধ্যেই সদ্য সাবেক প্রধানমন্ত্রী অলির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। নেপালের সাংবাদিকদের সংগঠন প্রেস চৌতরীর চেয়ারম্যান গণেশ পাণ্ডে সামাজিক মাধ্যমে সেই বিবৃতিটি পোস্ট করেন এবং এটি সাবেক প্রধানমন্ত্রী অলির লেখা বলে দাবি করেন। চিঠিতে অলি ‘প্রিয় জেন-জি সন্তানেরা’ সম্বোধন করে নিজের অবস্থান শিবপুরীতে বলে উল্লেখ করেন।

গতকাল বেলা ২টায় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কে পি শর্মা অলি। এর পরপরই সেনাবাহিনী তাঁকে বালুওয়াটার থেকে হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একইভাবে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, মন্ত্রিসভা সদস্য ও অন্য শীর্ষ নেতাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার