হোম > বিশ্ব

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ১১৬ কয়েদি নিহত, আহত ৮০

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮০ জন। এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কারাগারে দাঙ্গার ঘটনা। গতকাল মঙ্গলবার ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে ঘটনাটি ঘটে। 

আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো ওই কারাগারে নিরাপত্তা বাহিনীর আরও বেশি সংখ্যক সদস্য পাঠনোর ঘোষণা দিয়েছেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কারাগারে দাঙ্গার ঘটনায় পাঁচজনকে শিরশ্ছেদ ও বাকিদের গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ কমান্ডার ফাউস্তো বুয়োনানো বলেন, কয়েদিরা গ্রেনেডও ছুড়েছে। 

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসসো বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কারণে সন্ত্রাসী গ্রুপগুলো কারাগারগুলোকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। মহান সৃষ্টিকর্তা ইকুয়েডরের ভালো করুন যেন আমরা প্রাণহানির সংখ্যা এড়াতে পারি। এটিই আমার প্রার্থনা।’ 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে ইকুয়েডরে দাঙ্গার ঘটনা ঘটে। ফেব্রুয়ারির দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ৭৯ জন। আর জুলাই মাসের দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ২২ জন। 

হিউম্যান রাইটস ওয়াচ ইকুয়েডরের সরকারকে কারাগারের সহিংসতা পুরোপুরি তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ