হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

এবার কলম্বিয়ায় মডেল খুন, ডেলিভারিম্যান সেজে এসেছিলেন আততায়ী

আজকের পত্রিকা ডেস্ক­

কলম্বিয়ার মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনান। ছবি: সিএনএন

দক্ষিণ আমেরিকায় নারীর প্রতি সহিংসতার ভয়াবহ বাস্তবতা আবারও সামনে এসেছে ২২ বছর বয়সী কলম্বিয়ার মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনানের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। গত ১৫ মে কোকুটা শহরে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয় তাঁকে। কলম্বিয়ার ন্যাশনাল জেন্ডার কমিশনের প্রধান ম্যাগডা ভিক্টোরিয়া একোস্তা জানিয়েছেন, এক ব্যক্তি ডেলিভারিম্যান সেজে দরজায় এসে মারিয়াকে গুলি করে হত্যা করে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারিয়া অতীতে একটি গৃহ নির্যাতন মামলার শিকার ছিলেন এবং এর জন্য তিনি ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন বলে জানান একোস্তা। তিনি বলেন, ‘মারিয়া ছিলেন স্বপ্নময় এক তরুণী, কিন্তু অনেক নারীর মতো তাঁর জীবনও হিংস্রভাবে থেমে গেল।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কমিশন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

সোমবার সিএনএন জানিয়েছে, মারিয়াকে হত্যার ঘটনার তদন্ত চলছে। তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। মারিয়ার ফেসবুক পেজে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সফরের ছবি এবং তাঁর ব্যক্তিগত জীবন উঠে এসেছে।

এই হত্যাকাণ্ডটিকে ম্যাক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে। গত ১৩ মে টিকটকে লাইভ করা অবস্থায় একটি পারলারে গুলি করে হত্যা করা হয়েছিল ভ্যালেরিয়াকে। মেক্সিকো কর্তৃপক্ষ এই ঘটনাটিকে ‘নারীহত্যা’ (ফেমিসাইড) হিসেবে তদন্ত করছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে কলম্বিয়ায় ৪১ জন নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে কেবল কোকুটা শহরেই ছিলেন ৩৪ জন। এদের মধ্যে অনেকেই ছিলেন আবার নাবালিকা। পূর্বাঞ্চলীয় এই এলাকায় সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।

ভেনেজুয়েলার উপকূলে আবার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি