হোম > বিশ্ব

কানাডায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, ৬ জনের মৃত্যুর শঙ্কা

কানাডার অটোয়ায় একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভবনটিতে উদ্ধারকাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
 
অটোয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়, অটোয়ার নেপিয়ানে বৃহস্পতিবার বিকেলে বিস্ফোরণের পর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটিতে থাকা আরও পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চলছে। 

পুলিশ জানায়, নিখোঁজদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। ধারণা করা হচ্ছে, তাঁদের আর জীবিত উদ্ধার করা সম্ভব নয়। 

 স্থানীয় পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, হাসপাতালে ভর্তি পর একজন মারা গেছেন। আরেকজনের অবস্থায়ও গুরুতর। তবে আহত একজনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

 কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভবনটি ট্যাংক ট্রাক প্রস্তুতকারী কোম্পানি ইস্টওয়ে ট্যাংক পাম্প অ্যান্ড মিটার লিমিটেডের। রয়টার্স গতকাল শুক্রবার ফোন করলেও কোম্পানিটির কাছ থেকে কোনো সাড়া পায়নি। 

 ভবনে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন অটোয়ার মেয়র জিব ওয়াটসন। 

 বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে অটোয়ার মেয়র অফিস।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে