হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইস্ফাহান পারমাণবিক কেন্দ্রের চার ভবন ক্ষতিগ্রস্ত: আইএইএ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় শুক্রবারের হামলায় অন্তত চারটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র এবং একটি জ্বালানি প্লেট উৎপাদন কারখানা রয়েছে।

আইএইএ এক বিবৃতিতে জানায়, নাতাঞ্জের মতো এখানেও পার্শ্ববর্তী এলাকায় তেজস্ক্রিয় বিকিরণ বৃদ্ধির কোনও আশঙ্কা নেই।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার অংশ হিসেবে গত শুক্রবার ইসরায়েল একযোগে নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালায়। ইসফাহান হলো ইরানের অন্যতম পারমাণবিক কেন্দ্র, যেখানে ইউরেনিয়াম রূপান্তর, জ্বালানি উৎপাদন ও গবেষণামূলক কাজ পরিচালিত হয়।

আইএইএ জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়কে তথ্য সরবরাহ করবে।

পর্যবেক্ষক সংস্থাটি এর আগে সতর্ক করেছিল যে সশস্ত্র সংঘাতে পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি ঘটলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

ইরান এই হামলাকে ‘সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে। চীন, রাশিয়া ও তুরস্ক ইতোমধ্যে এ ধরনের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত