হোম > বিশ্ব > এশিয়া

ভিসা জালিয়াতি করে শ্রীলঙ্কা হয়ে গ্রিসে যাওয়ার সময় ৩ বাংলাদেশি গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

জাল রেসিডেন্ট ভিসা ব্যবহার করে শ্রীলঙ্কা হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টার অভিযোগে দেশটির বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে (বিআইএ) তিন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকেল ৫টা ২৫ মিনিটে বাহরাইনগামী গালফ এয়ারের ফ্লাইট জিএফ-১৪৫ ধরতে যাচ্ছিলেন ২২,২৩ ও ২৫ বছর বয়সী ওই তিন নারী। বিমানবন্দরের কর্তব্যরত কর্মকর্তাদের তাদের ভিসার কাগজপত্র দেখে সন্দেহ হয়। সন্দেহজনক মনে হওয়ায় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাদের থামিয়ে দেন এবং বিষয়টি অধিকতর তদন্তের জন্য শ্রীলঙ্কার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সীমান্ত নজরদারি ইউনিটের কাছে হস্তান্তর করেন।

ইমিগ্রেশন ডিপার্টমেন্টের টেকনিক্যাল দল ভিসাগুলো পরীক্ষা করে নিশ্চিত হয় যে, সেগুলো জাল। কর্মকর্তারা জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভিসাগুলো তৈরি করা হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারকৃত তিন বাংলাদেশি নারীকে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডি এখন এই জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে এবং এর উৎস সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে।

এই ঘটনাটি শ্রীলঙ্কার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা এবং জাল কাগজপত্র শনাক্ত করার ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করে। একই সঙ্গে, এটি অবৈধ উপায়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টাকারী ব্যক্তিদের জন্য একটি সতর্কবার্তা।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার উপকূলে আবার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড