ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলের হাইফা শহরে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা।
রয়টার্সের এক খবরে বলা হয়েছে, হাইফায় একাধিক প্রজেকটাইল বা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলাগুলো হাইফার বিভিন্ন অংশে আঘাত হানে এবং তাৎক্ষণিকভাবে আগুন বা ধ্বংসের দৃশ্য দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ইসরায়েল-ইরান যুদ্ধ তৃতীয় দিনে গড়িয়েছে। ইরানে ইসরায়েলের হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই প্রথম হাইফার মতো উত্তরের শহরে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।
হামলার পরপরই হাইফা ও আশপাশের এলাকায় সাইরেন বাজানো হয়, এবং নাগরিকদের দ্রুত বোমা আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে। জরুরি সেবাগুলো আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে।