হোম > বিশ্ব

ব্রাজিলে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

গত একদিনে ব্রাজিলে প্রথমবারের মতো করোনায় একদিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাজিলের বহু এলাকার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে। দেশটির হাসপাতালগুলোতেও রোগীদের ভিড় বেড়েছে। কিছু কিছু এলাকায় চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন করোনা রোগীরা।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বে সর্বাধিক করোনায় মৃত্যু হয়েছে ব্রাজিলে।  দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমন নাজুক পরিস্থিতিতেও দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো লকডাউনের বিরোধিতা করছে।

বলসোনারোর মতে, লকডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি করোনার চেয়ে ভয়বাহ পরিস্থিতি তৈরি করবে।

স্থানীয় সময় মঙ্গলবার নিজ সমর্থকদের সঙ্গে আলাপকালে বলসোনারো বলেন, কোয়ারেন্টাইন দেশটিতে বেকারত্ব বাড়াবে। তবে গত একদিনে ব্রাজিলে যে ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হলো তা নিয়ে কোনও মন্তব্য করেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ রোগী শনাক্ত করা হয়েছে। গত এক মাসে ব্রাজিলে ৬৬ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা: ট্রাম্প

‘ভালো মানুষ’ মোদি ট্রাম্পকে ‘খুশি’ করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি

কারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ

নিউইয়র্কের বন্দিশালায় মাদুরো: শিগগির বিচার শুরু হবে

‘দ্য প্রিন্স’ খ্যাত মাদুরোপুত্রের বিরুদ্ধে গোপন মাদক সাম্রাজ্য চালানোর অভিযোগ

ভেনেজুয়েলা এখন কে চালাচ্ছে—স্পষ্ট করলেন না রুবিও

ভেনেজুয়েলায় ভিয়েতনামের পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের—বিশেষজ্ঞ মত