হোম > বিশ্ব > এশিয়া

বিরোধীদের ধরতে ইন্টারপোলকে ব্যবহারের চেষ্টা রাশিয়ার

আজকের পত্রিকা ডেস্ক­

ভ্লাদিমির পুতিন।ফাইল ছবি

বিদেশে থাকা সমালোচকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের তালিকার অপব্যবহার করছে রাশিয়া। বিবিসির হাতে আসা এক ফাঁস হওয়া নথিতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের বিরোধিতা করা রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের গ্রেপ্তার করে দেশে ফেরত আনতে তাদের বিরুদ্ধে রেড নোটিশ ও রেড ডিফিউশন আরোপের অনুরোধ জানাচ্ছে মস্কো।

বিবিসি জানায়, গত এক দশকে রাশিয়ার কাছ থেকে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি অভিযোগ পেয়েছে ইন্টারপোল। আবার সবচেয়ে বেশি বাতিল হয়েছে মস্কোর পাঠানো অনুরোধ।

ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ বাহিনী হলেও, তাদের সরাসরি গ্রেপ্তারের এখতিয়ার নেই। তারা বিভিন্ন দেশের পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে। বিভিন্ন দেশের অনুরোধ যাচাই করে সংস্থাটি সন্দেহভাজনের নামে রেড নোটিশ ও রেড ডিফিউশন জারি করতে পারে। রেড নোটিশের মাধ্যমে সংস্থাটির ১৯৬ সদস্যের সবাই নির্দিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের এখতিয়ার পায়। আর কিছুটা কম ব্যবহার করা পদ্ধতি রেড ডিফিউশনের মাধ্যমে নির্দিষ্ট দেশের কাছে অনুরোধ করা হয়।

রেড ডিফিউশনের আওতায় থাকা একজন হলেন রুশ ব্যবসায়ী ইগোর পেত্রিকোভ। ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাস পর তিনি ফ্রান্সে আশ্রয় নেন। তাঁর দাবি, যুদ্ধ শুরুর পর পুতিন প্রশাসনের কয়েকজন মন্ত্রী তাঁকে দেশের ভেতরে ব্যবসা করার আদেশ দিয়েছিলেন। কিন্তু যুদ্ধে ব্যবহারের অস্ত্র তৈরিতে তাঁর প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার হতে পারে ভেবে পালিয়ে যান তিনি। তাঁর অভিযোগ, এজন্যই ক্রেমলিন তাঁকে শায়েস্তা করার পথ খুঁজছে।

গ্রেপ্তার অনুরোধ সম্পর্কে ইন্টারপোল সামান্যই তথ্য প্রকাশ করে। ফলে সংকটের গভীরতা যাচাই করা আরও কঠিন হয়। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দিতে বিবিসির অনুরোধে সাড়া দেয়নি।

ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ইসলামবিরোধী পোস্ট, ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে

অপারেশন সল্ট টাইফুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বছরের পর বছর ফোন হ্যাক করেছে চীন

এক বছরে ৩৭ হাজার ফিলিস্তিনিকে নিজ বসতি থেকে উচ্ছেদ করেছে ইসরায়েল

অভিবাসন প্রতারণা মামলায় উত্তর কোরিয়াকে ৯ কোটি ইয়েন ক্ষতিপূরণ দিতে নির্দেশ জাপানি আদালতের

ইরানের কাছে পৌঁছেছে ভেনেজুয়েলার চেয়েও বড় ‘আর্মাডা’, সমঝোতা চায় ইরান: ট্রাম্প

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, ‘সব চুক্তির মা’ বলছে দিল্লি

বিনিয়োগের প্রতিশ্রুতির পরও চাপে দ. কোরিয়া, ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

গোবর-গোমূত্র গবেষক পাচ্ছেন পদ্মশ্রী, সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের বিদ্রূপ

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখ বাড়ি