হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত’ বলছে রাশিয়া ও স্পেন

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও স্পেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার যে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যে যুক্তিই তুলে ধরা হোক না কেন, তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ঘোরতর লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফেরার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জোরালো প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করছি।’

এ প্রেক্ষাপটেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন, তিনি আগামীকাল রাশিয়া যাচ্ছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করবেন।

অন্যদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বুয়েনো রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আটিভিইকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে আমরা চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আসবে না কোনো সামরিক সমাধানে; বরং কূটনীতিই একমাত্র পথ। আমরা আশা করি, সবাই আবারও আলোচনার টেবিলে ফিরবে।’

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’