হোম > বিশ্ব

গ্রিসের উপকূলে নৌকাডুবি, ৭৮ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার 

গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবেছে। এই ঘটনায় অন্তত ৭৮ জনের মরদেহ এবং শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রিসের উপকূল রক্ষীবাহিনীর বরাতে এএফপি জানিয়েছে, একটি মাছ ধরার নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ইটালির দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ গ্রিসের উপকূলে নৌকাটি ডুবে যায়।

লিবিয়ার টোব্রুক বন্দর থেকে ছেড়ে যাওয়া ওই নৌকায় অন্তত ৪০০ জন মানুষ ছিল বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার রাতে প্রবল বাতাসের কারণে দক্ষিণ পশ্চিম পেলোপনিসের কাছে নৌকাটি ডুবে যায়।

এরপর বুধবার সকালে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়। এখন পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করার খবর এসেছে। তাদের গ্রিসের কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত আশ্রয়কেন্দ্রে শুকনো কাপড় এবং চিকিৎসা সেবা পেয়েছে।

হাইপোথার্মিয়ার উপসর্গ থাকায় চারজন অভিবাসনপ্রত্যাশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প