হোম > বিশ্ব

জি-২০ সম্মেলনে বলসোনারোর খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার সাংবাদিক 

ইতালির রোমে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনে জাইর বলসোনারোর খোঁজখবর রাখতে গিয়েছিলেন সে দেশেরই সাংবাদিক লিওনার্দো মন্টেইরো। সম্মেলনের শেষ দিন অর্থাৎ গত রোববার বলসোনারোকে সম্মেলনে না দেখে মনে সন্দেহ দানা বাঁধে ওই সাংবাদিকের। কিন্তু তাঁর খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে  মন্টেইরোকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত রোববার যখন জি-২০ সম্মেলন শেষে বিখ্যাত ‘ট্রেভি ফাউন্টেন’-এর সামনে দাঁড়িয়ে বিশ্বের সব রাষ্ট্রপ্রধান ছবি তুলছিলেন, তখন সেখানে ছিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাঁরই খোঁজখবর নিতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরো। ওই সাংবাদিক অভিযোগ করেন, তাঁকে বাধা দেন  নিরাপত্তারক্ষীরা। সাংবাদিকের পেটে ঘুষি মারা হয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওতেও দেখা যায় লিওনার্দোর প্রশ্নের পরই তাঁকে মারধর শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সে সময় সেখানে উপস্থিত বলসোনারোর সমর্থকরাও সাংবাদিকের উদ্দেশে গালিগালাজ করে স্লোগান তোলে। বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয় রোমে। 

তবে ওই নিরাপত্তারক্ষীরা ব্রাজিলিয়ান না ইতালিয়ান, বিষয়টি নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরোর ওপর নাকি বলসোনারোর রাগ অনেক দিনের। জনসমক্ষ প্রেসিডেন্টকে একাধিক প্রশ্ন করে বারবার অস্বস্তিতে ফেলেছেন এই সাংবাদিক। 

এ নিয়ে জি-২০ প্রেস টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

পুতিনের নৈশভোজে যোগ দেবেন শশী থারুর, আমন্ত্রণ পাননি রাহুল

সিরিয়ায় নতুন বিদ্রোহের প্রস্তুতি—নেপথ্যে আসাদের নির্বাসিত গোয়েন্দাপ্রধান ও চাচাতো ভাই

পুতিনের হাতে ভগবদ্গীতা তুলে দিলেন মোদি

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার