হোম > বিশ্ব

জি-২০ সম্মেলনে বলসোনারোর খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার সাংবাদিক 

ইতালির রোমে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনে জাইর বলসোনারোর খোঁজখবর রাখতে গিয়েছিলেন সে দেশেরই সাংবাদিক লিওনার্দো মন্টেইরো। সম্মেলনের শেষ দিন অর্থাৎ গত রোববার বলসোনারোকে সম্মেলনে না দেখে মনে সন্দেহ দানা বাঁধে ওই সাংবাদিকের। কিন্তু তাঁর খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে  মন্টেইরোকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত রোববার যখন জি-২০ সম্মেলন শেষে বিখ্যাত ‘ট্রেভি ফাউন্টেন’-এর সামনে দাঁড়িয়ে বিশ্বের সব রাষ্ট্রপ্রধান ছবি তুলছিলেন, তখন সেখানে ছিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাঁরই খোঁজখবর নিতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরো। ওই সাংবাদিক অভিযোগ করেন, তাঁকে বাধা দেন  নিরাপত্তারক্ষীরা। সাংবাদিকের পেটে ঘুষি মারা হয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওতেও দেখা যায় লিওনার্দোর প্রশ্নের পরই তাঁকে মারধর শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সে সময় সেখানে উপস্থিত বলসোনারোর সমর্থকরাও সাংবাদিকের উদ্দেশে গালিগালাজ করে স্লোগান তোলে। বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয় রোমে। 

তবে ওই নিরাপত্তারক্ষীরা ব্রাজিলিয়ান না ইতালিয়ান, বিষয়টি নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরোর ওপর নাকি বলসোনারোর রাগ অনেক দিনের। জনসমক্ষ প্রেসিডেন্টকে একাধিক প্রশ্ন করে বারবার অস্বস্তিতে ফেলেছেন এই সাংবাদিক। 

এ নিয়ে জি-২০ প্রেস টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি