হোম > বিশ্ব

জি-২০ সম্মেলনে বলসোনারোর খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার সাংবাদিক 

ইতালির রোমে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনে জাইর বলসোনারোর খোঁজখবর রাখতে গিয়েছিলেন সে দেশেরই সাংবাদিক লিওনার্দো মন্টেইরো। সম্মেলনের শেষ দিন অর্থাৎ গত রোববার বলসোনারোকে সম্মেলনে না দেখে মনে সন্দেহ দানা বাঁধে ওই সাংবাদিকের। কিন্তু তাঁর খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে  মন্টেইরোকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত রোববার যখন জি-২০ সম্মেলন শেষে বিখ্যাত ‘ট্রেভি ফাউন্টেন’-এর সামনে দাঁড়িয়ে বিশ্বের সব রাষ্ট্রপ্রধান ছবি তুলছিলেন, তখন সেখানে ছিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাঁরই খোঁজখবর নিতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরো। ওই সাংবাদিক অভিযোগ করেন, তাঁকে বাধা দেন  নিরাপত্তারক্ষীরা। সাংবাদিকের পেটে ঘুষি মারা হয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওতেও দেখা যায় লিওনার্দোর প্রশ্নের পরই তাঁকে মারধর শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সে সময় সেখানে উপস্থিত বলসোনারোর সমর্থকরাও সাংবাদিকের উদ্দেশে গালিগালাজ করে স্লোগান তোলে। বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয় রোমে। 

তবে ওই নিরাপত্তারক্ষীরা ব্রাজিলিয়ান না ইতালিয়ান, বিষয়টি নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরোর ওপর নাকি বলসোনারোর রাগ অনেক দিনের। জনসমক্ষ প্রেসিডেন্টকে একাধিক প্রশ্ন করে বারবার অস্বস্তিতে ফেলেছেন এই সাংবাদিক। 

এ নিয়ে জি-২০ প্রেস টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা