হোম > বিশ্ব

ব্যবসা বিস্তারে সর্বগামী উবারের সর্বগ্রাসী রূপ

বিশ্বের ৮০ টির মতো দেশে কার্যক্রম আছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর মাত্র ১৩ বছরে বিশ্বের ৮০টি দেশে পৌঁছাতে উবার যে কৌশল অবলম্বন করেছে, তা নিঃসন্দেহে সর্বগ্রাসী। এমন তথ্যই উঠে এসেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) প্রকাশিত নথিপত্রে। 

উবার নিজেদের বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের মানুষকে ব্যবহার করেছে। এই তালিকায় রয়েছেন—বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এন্ডা কেনি, এস্তোনিয়ার সাবেক প্রেসিডেন্ট থমাস হেন্ড্রিকসহ আরও অনেকেই। আইসিআইজে প্রকাশিত নথিপত্র থেকে এই নামগুলো পাওয়া গেছে। 

আইসিআইজের তথ্যমতে, ২০১৬ সালে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে উবারের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী ট্রেভিস কালানিকের সাক্ষাৎ হয়। সে সময় বাইডেন কালানিকের কথায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, সেদিন দেওয়া এক ভাষণে তিনি উবারের মঙ্গল কামনা করেন। 

তালিকার এখানেই শেষ নয়। আইসিআইজের প্রকাশিত নথি থেকে দেখা গেছে, ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উবারের কর্মকর্তারা অন্তত সাতজন সরকার এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া বিভিন্ন দেশের ১৯ জন মন্ত্রী, চারজন উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী, তিনজন এমপি, বিভিন্ন পর্যায়ের ১৮ জন সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছে প্রতিষ্ঠানটি। তবে এককভাবে ইউরোপীয় কমিশনের কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে অন্তত ৪২ বার বৈঠক করে প্রতিষ্ঠানটি। 

উবার বিশ্বজুড়ে নিজেদের ব্যবসা ছড়িয়ে দিতে স্রেফ সর্বগ্রাসী মনোভাব নিয়ে এগিয়েছে। বিষয়টি উবারের গ্লোবাল কমিউনিকেশনের সাবেক প্রধান নইরি হৌরদাজিয়ানের এক মন্তব্যে স্পষ্ট হয়েছে। সে সময় ভারত এবং থাই সরকার দেশ দুটিতে উবার বন্ধ করে দেওয়ার চেষ্টার জবাবে হৌরদাজিয়ান তাঁর এক কলিগকে পাঠানো ই-মেইলে বলেছিলেন, ‘we are just fucking illegal. ’ সোজা কথায় বললে, উবার তাদের ব্যবসা সম্প্রসারণে প্রায়ই অবৈধ পন্থার আশ্রয় নিয়েছে। 

কেবল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকই নয়, আরও এগিয়ে সরাসরি বিভিন্ন দেশের সরকারি সিদ্ধান্ত নিজেদের অনুকূলে আনতে লবিস্টদের জন্য ২০১৬ সালে উবারের বরাদ্দ ছিল প্রায় ৯০ মিলিয়ন ডলার। এমনই এক লবিস্ট ছিলেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের রাজনীতিক ব্রায়ান ওর্থ। তাঁকে ২০১৪ সালে নিয়োগ দিয়েছিল উবার। আইসিআইজে প্রকাশিত তথ্য অনুসারের, যুক্তরাষ্ট্র সরকার যেন উবারের বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করে, সে বিষয়টি নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। 

ব্রায়ান ওর্থের চেয়ে আরও এক লবিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উবারের হয়ে। তিনি ডেভিড প্লাউফ। তিনি ২০০৮ সালে বারাক ওবামার নির্বাচনী প্রচারের কৌশল নির্ধারণকারীদের মধ্যে অন্যতম ছিলেন। পরে তিনি ২০১৪ সালে উবারের যোগ দেন। সেখানে তিনি উবারের গ্লোবাল ব্র্যান্ডিং, কমিউনিকেশন এবং নীতিনির্ধারণের দায়িত্বে ছিলেন। তাঁকে যে উবার ওবামা প্রশাসনকে নিজেদের স্বার্থে কাজে লাগাতেই ব্যবহার করেছিল, তা বোধ হয় না বললেও চলে। কারণ, পরে প্লাউফ মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। এদের মধ্যে ছিলেন, তৎকালীন শ্রমমন্ত্রী টস পেরেজ এবং যুক্তরাজ্যে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত হার্টলি। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি স্বীকার করেনি। 

উবারের সাবেক মুখপাত্র জিল হেজেলবেকার প্রতিষ্ঠানটি তার প্রয়োজন অনুসারে লবিস্ট নিয়োগ করেছে বলে স্বীকার করেছেন। এবং প্রতিষ্ঠানটি যত পরিণত হয়েছে, তত বেশি লবিংয়ের দিকে মনোযোগী হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে ‘উবার স্বচ্ছতা বজায় রাখে’ উল্লেখ করে তিনি বলেন, ‘যখন প্রয়োজন হয়েছে, তখন উবার তাঁর কর্মকাণ্ডের প্রয়োজনীয় তথ্য প্রকাশ করেছে।’ 

কিন্তু উবার যাই করুক বা বলুক না কেন আইসিআইজের প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটি নিজেদের উন্নতির স্বার্থে রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যবহার করেছে। তাঁদের ঘুষও দিয়েছে অনেক ক্ষেত্রে। এই ধরনের আচরণের মাধ্যমে উবার বিভিন্ন দেশেই নিজেদের ব্যবসার অনুকূলে নীতিনির্ধারণে রাজনীতিবিদ-আমলাদের প্রভাবিত করার প্রয়াস পেয়েছে। 

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

উত্তেজনার মধ্যেই কয়েক মার্কিন নাগরিককে আটক করল ভেনেজুয়েলা

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প