হোম > বিশ্ব > ইউরোপ

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পর মনোযোগ বেড়েছে ডাচ্‌ শিক্ষার্থীদের: জরিপ

আজকের পত্রিকা ডেস্ক­

নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়েছে বলে জরিপ থেকে জানা গেছে। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করার পর শিক্ষার্থীদের মনোযোগের মাত্রা বেড়েছে।

ডাচ্‌ সরকারের উদ্যোগে করা এক জরিপে এমনটাই উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই জরিপে অংশ নেওয়া ৩১৭টি উচ্চবিদ্যালয়ের মধ্যে তিন-চতুর্থাংশ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রায় দুই-তৃতীয়াংশ স্কুল বলছে, নিষেধাজ্ঞার ফলে স্কুলের সামাজিক পরিবেশ উন্নত হয়েছে। অন্যদিকে এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠান জানিয়েছে, শিক্ষার্থীদের ফলাফলেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

নেদারল্যান্ডসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিষয়ক মন্ত্রী মারিয়াল পাউল বলেন, ‘স্কুলে মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের মধ্যে বিক্ষিপ্ততা কমেছে। তারা পাঠে আরও মনোযোগী হচ্ছে এবং আরও সামাজিক হয়ে উঠছে।

‘শ্রেণিকক্ষে মোবাইল ফোন না রাখার সিদ্ধান্ত অসাধারণ ইতিবাচক ফল দিচ্ছে। এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আমি স্কুলগুলোর প্রশংসা করি।’

রয়টার্স জানিয়েছে, নেদারল্যান্ডসের স্কুলগুলোতে এই নিষেধাজ্ঞা গত বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। প্রাথমিক বিদ্যালয়েও এটি প্রযোজ্য।

সাধারণত শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শেষের দিকে মোবাইল ফোন স্কুলে আনতে শুরু করে। ফলে এই স্তরে নিষেধাজ্ঞার প্রভাব তুলনামূলকভাবে কম ছিল বলে জরিপে উল্লেখ করা হয়।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন