হোম > বিশ্ব

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রনের প্রাথমিক ধরনের চেয়ে সাব ভ্যারিয়েন্ট বিএ.২ আরও বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের অন্তত ৫৭টি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই সাব ভ্যারিয়েন্ট।

১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনের সন্ধান মেলার পর ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে বাকি বিশ্বে। মাত্র আড়াই মাসের মধ্যে ডেলটাকে সরিয়ে ওমিক্রন ডমিনেন্ট ভ্যারিয়েন্ট (করোনার যে রূপ সবচেয়ে বেশি ছড়িয়েছে) হয়ে উঠেছে। তার মধ্যেই জানা যাচ্ছে, ওমিক্রনের ‘সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট’ হিসেবে পরিচিত ‘বিএ.২ ’-এর সংক্রমণক্ষমতা ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়েও বেশি।

এরই মধ্যে ওমিক্রনের বেশ কয়েকটি সাব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সেগুলো হলো- বিএ.১, বিএ.১.১, বিএ.২, বিএ.৩

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টগুলোর পার্থক্য সম্পর্কে এখনো খুব বেশি জানা যায়নি। এ নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ প্রসঙ্গেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভে সাংবাদিকদের বলেন, ‘বিএ.২ ’-এর সম্পর্কে এখনো বিশেষ কিছুই জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই রূপ ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে সামান্য বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন।

ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কিত আরও পড়ুন:

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ