হোম > বিশ্ব

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রনের প্রাথমিক ধরনের চেয়ে সাব ভ্যারিয়েন্ট বিএ.২ আরও বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের অন্তত ৫৭টি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই সাব ভ্যারিয়েন্ট।

১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনের সন্ধান মেলার পর ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে বাকি বিশ্বে। মাত্র আড়াই মাসের মধ্যে ডেলটাকে সরিয়ে ওমিক্রন ডমিনেন্ট ভ্যারিয়েন্ট (করোনার যে রূপ সবচেয়ে বেশি ছড়িয়েছে) হয়ে উঠেছে। তার মধ্যেই জানা যাচ্ছে, ওমিক্রনের ‘সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট’ হিসেবে পরিচিত ‘বিএ.২ ’-এর সংক্রমণক্ষমতা ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়েও বেশি।

এরই মধ্যে ওমিক্রনের বেশ কয়েকটি সাব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সেগুলো হলো- বিএ.১, বিএ.১.১, বিএ.২, বিএ.৩

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টগুলোর পার্থক্য সম্পর্কে এখনো খুব বেশি জানা যায়নি। এ নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ প্রসঙ্গেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভে সাংবাদিকদের বলেন, ‘বিএ.২ ’-এর সম্পর্কে এখনো বিশেষ কিছুই জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই রূপ ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে সামান্য বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন।

ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কিত আরও পড়ুন:

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট