দুই মেয়েকে বাঁচাতে পাঁচতলা থেকে ঝাঁপ দিলেন মা। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে মিসরের হেলওয়ান শহরে। এই ঘটনায় ওই দুই মেয়ে এবং মা নিহত হয়েছে। দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সাত বছর বয়সী মালাক আহমেদ তার ১১ মাস বয়সী বোন মাইকে নিয়ে বারান্দায় খেলছিল। ওই সময় মালাক আহমেদের হাত থেকে তার ছোট বোন পড়ে যায়। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মালাক আহমেদ। এই দৃশ্য দেখে মালাক এবং মাইয়ের মা তাদেরকে বাঁচাতে ঝাঁপ দেন। এই ঘটনায় তিনজনই মারা গেছে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী সালেহ বলেন, গত শুক্রবার জুমা নামাজের সময় ঘটনাটি ঘটে। পাঁচতলা থেকে পড়ার পরেও মা তাঁর সন্তানদের বাঁচানোর জন্য আকুতি করছিলেন। পরে তাঁর মৃত্যু হয়।
সালেহ জানান, ওই শিশুদের বাবা নামাজ থেকে ফিরে ঘটনা দেখে হতবাক হয়ে যান। তিনি বলতে শুরু করেন, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। আমরা তাঁর কাছেই ফিরে যাব।