হোম > বিশ্ব > আফ্রিকা

দুই শিশুকন্যাকে বাঁচাতে পাঁচতলা থেকে মায়ের ঝাঁপ

দুই মেয়েকে বাঁচাতে পাঁচতলা থেকে ঝাঁপ দিলেন মা। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে মিসরের হেলওয়ান শহরে। এই ঘটনায় ওই দুই মেয়ে এবং মা নিহত হয়েছে। দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সাত বছর বয়সী মালাক আহমেদ তার ১১ মাস বয়সী বোন মাইকে নিয়ে বারান্দায় খেলছিল। ওই সময় মালাক আহমেদের হাত থেকে তার ছোট বোন পড়ে যায়। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মালাক আহমেদ। এই দৃশ্য দেখে মালাক এবং মাইয়ের মা তাদেরকে বাঁচাতে ঝাঁপ দেন। এই ঘটনায় তিনজনই মারা গেছে। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শী সালেহ বলেন, গত শুক্রবার জুমা নামাজের সময় ঘটনাটি ঘটে। পাঁচতলা থেকে পড়ার পরেও মা তাঁর সন্তানদের বাঁচানোর জন্য আকুতি করছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। 

সালেহ জানান, ওই শিশুদের বাবা নামাজ থেকে ফিরে ঘটনা দেখে হতবাক হয়ে যান। তিনি বলতে শুরু করেন, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। আমরা তাঁর কাছেই ফিরে যাব। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯