হোম > বিশ্ব > আফ্রিকা

সেনেগালের উত্তরাঞ্চলীয় উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪৮

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তরাঞ্চলীয় উপকূলে নৌকাডুবিতে ৪৮ জন নিখোঁজ হয়েছেন। ৬০ জন যাত্রী নিয়ে অবৈধ পথে স্পেনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্র ও সেনেগাল নদীর মোহনা থেকে ৩৫ কিলোমিটার দূরে গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে জীবিত ও ১ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। নৌবাহিনীর বরাত দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, জীবিত ১১ জনের মধ্যে ৮ জন সেনেগাল ও ৩ জন প্রতিবেশী দেশ গাম্বিয়ার নাগরিক।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পশ্চিম আফ্রিকা উপকূল থেকে স্পেনে অবৈধ অভিবাসী প্রবেশের রেওয়াজ বহু বছরের। তবে বরাবরের চেয়ে চলতি বছর এ অনুপ্রবেশ অনেক বেড়ে বেড়ে গেছে।

স্পেনের সরকারি তথ্য অনুযায়ী ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ৭ হাজার ৫৩১ জন অবৈধ অভিবাসী। ২০২০ সালের প্রথম ৭ মাসের তুলনায় এ হার ১৩৬ শতাংশ বেশি। এর আগে আগস্টে, পশ্চিম সাহারা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় একটি দুর্ঘটনায় তিন নাবালকসহ ৪৭ জন মারা গেছে।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত