সামরিক শাসনের বিরোধিতা করে গোটা সুদানেই বিক্ষোভ করছে মানুষ। রোববার রাজধানী খার্তুম এবং ওমদুরমান শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশ জুড়ে চলা বিক্ষোভের মাঝেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না পেরোতেই তিনি পদত্যাগ করলেন।
স্থানীয় সময় রোববার রাতে আবদাল্লাহ হামদক টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, নতুন করে সমঝোতায় পৌঁছাতে আলোচনা দরকার।
দেশটির চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, দেশটিতে চলমান সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৫৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক।