হোম > বিশ্ব > আফ্রিকা

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী

সামরিক শাসনের বিরোধিতা করে গোটা সুদানেই বিক্ষোভ করছে মানুষ। রোববার রাজধানী খার্তুম এবং ওমদুরমান শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশ জুড়ে চলা বিক্ষোভের মাঝেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না পেরোতেই তিনি পদত্যাগ করলেন। 

স্থানীয় সময় রোববার রাতে আবদাল্লাহ হামদক টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, নতুন করে সমঝোতায় পৌঁছাতে আলোচনা দরকার। 

দেশটির চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, দেশটিতে চলমান সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৫৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। 

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দী করা হয়। যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের গুরুতর বিরোধিতা করে। এ অবস্থায় গত ২১ নভেম্বর বেশ কয়েকটি চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত আবদাল্লাহ হামদকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় সেনাবাহিনী। 

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত