হোম > বিশ্ব > আফ্রিকা

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী

সামরিক শাসনের বিরোধিতা করে গোটা সুদানেই বিক্ষোভ করছে মানুষ। রোববার রাজধানী খার্তুম এবং ওমদুরমান শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশ জুড়ে চলা বিক্ষোভের মাঝেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না পেরোতেই তিনি পদত্যাগ করলেন। 

স্থানীয় সময় রোববার রাতে আবদাল্লাহ হামদক টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, নতুন করে সমঝোতায় পৌঁছাতে আলোচনা দরকার। 

দেশটির চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, দেশটিতে চলমান সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৫৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। 

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দী করা হয়। যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের গুরুতর বিরোধিতা করে। এ অবস্থায় গত ২১ নভেম্বর বেশ কয়েকটি চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত আবদাল্লাহ হামদকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় সেনাবাহিনী। 

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর