হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে দুটি শরণার্থীশিবিরে বিদ্রোহী বাহিনীর হামলা, নিহত ১০০

আজকের পত্রিকা ডেস্ক­

হামলার পর জমজম শরণার্থীশিবির ও বাজারের স্যাটেলাইট ছবি। ছবি: ম্যাক্সার

সুদানের বিদ্রোহী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) দুটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে অন্তত ২০টি শিশু রয়েছে। তালিকায় আছেন ৯ ত্রাণকর্মীও।

জাতিসংঘের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা।

জাতিসংঘের তথ্যমতে, সুদানের উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী আল-ফাশেরের কাছে দুটি শরণার্থীশিবির জমজম ও আবু শোরুকে দুই দিন ধরে নির্বিচারে হামলা চালায় আরএসএফ ও তাদের মিত্র অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। শরণার্থীশিবির দুটিতে ৭ লাখের বেশি মানুষ রয়েছে।

সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সহায়ক সমন্বয়কারী ক্লেমেনটাইন এনকুয়েটা সালামি বেসামরিকদের আশ্রয়স্থলে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সালামি বলেন, ‘সুদানে দুই বছর ধরে চলমান সংঘাতে বাস্তুচ্যুত মানুষ ও ত্রাণকর্মীদের ওপর ধারাবাহিক নৃশংস হামলার আরেকটি মর্মান্তিক ও অগ্রহণযোগ্য নজির তৈরি হলো। যাঁরা এসব বর্বরোচিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের প্রতি আহ্বান—আপনারা অবিলম্বে এসব বন্ধ করুন।’

এখনো নিহত ত্রাণকর্মীদের পরিচয় শনাক্ত করতে পারেনি জাতিসংঘ। তবে, সুদানের চিকিৎসকদের সংঘ ডক্টরস ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, জমজমে নিহত ত্রাণকর্মীরা রিলিফ ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের সদস্য। বিবৃতিতে আরও জানানো হয়, আরএসএফের হামলায় ত্রাণকর্মীদের সঙ্গে নিহত হয়েছেন ডক্টরস ইউনিয়নের ছয় চিকিৎসকও।

ডক্টরস ইউনিয়নের বিবৃতির পর রিলিফ ইন্টারন্যাশনালও এক বিবৃতিতে তাদের নয় কর্মী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ওই অঞ্চলে সংস্থাটি পরিচালিত একটি স্বাস্থ্য কেন্দ্রেও হামলা চালানো হয় বলে জানানো হয়েছে বিবৃতিতে। এ ছাড়া জমজমের কেন্দ্রীয় বাজার এবং বাস্তুচ্যুতদের অস্থায়ী বাড়িঘর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দারফুরের রাজধানী আল–ফাশেরে হামলা তীব্র করেছে আধাসামরিক বাহিনী আরএসএফ। ব্যাপক হামলা চালালেও এখনো অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এর আগে গত মাসে সুদানের রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ তাদের কাছ থেকে পুনরুদ্ধার করে সেনাবাহিনী।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯