হোম > বিশ্ব > আফ্রিকা

টানা ১২ ঘণ্টা লোডশেডিং, ক্ষমা চাইলেন কেনিয়ার পরিবহনমন্ত্রী

গত শুক্রবার থেকে লোডশেডিংয়ে কেনিয়ার গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান অন্ধকারে। ১২ ঘণ্টা অন্ধকারে ছিল নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দর। অথচ জ্বালানিকে কেন্দ্র করেই কয়েক সপ্তাহ পর কেনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আফ্রিকা জলবায়ু সম্মেলন। 

বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ হাসপাতাল ও প্রেসিডেন্ট কার্যালয়ের কম্পাউন্ডের কার্যক্রম। তবে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এমন বিদ্যুৎ বিভ্রাটের পর দেশটির পরিবহনমন্ত্রী ক্ষমা চেয়েছেন। দেশটিতে সরকারি কর্মকর্তা বা রাজনীতিকদের এ ধরনের ক্ষমা চাওয়ার ঘটনা খুব বিরল। 

পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এক বিবৃতিতে বলেন, ‘যা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এর জন্য কোনো অজুহাত হয় না। আর আমাদের বিমানবন্দর অন্ধকারে থাকার কোনো কারণ নেই।’ 

এই বিদ্যুৎ বিভ্রাট তখনই হলো যখন কেনিয়া সরকার প্রথমবারের মতো অনুষ্ঠেয় আফ্রিকা জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ। এ সম্মেলনে জ্বালানিই হবে মূল আলোচ্য বিষয়। 

কেনিয়ার বেশির ভাগ বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে। কিন্তু অবকাঠামো ও অব্যবস্থাপনা আজও ৫ কোটি জনগণের জন্য বিরাট সমস্যা হয়ে রয়েছে। 

সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা কেনিয়া পাওয়ার এক বিবৃতিতে বলেছে, ‘বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যার কারণে দেশের বেশ কিছু অংশে শুক্রবার ১০টা থেকে সরবরাহ বন্ধ রয়েছে।’ 

প্রায় ভোর ৩টার দিকে কেনিয়া পাওয়ার জানায়, রাজধানী নাইরোবির বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ