হোম > বিশ্ব > আফ্রিকা

কেনিয়ায় স্কুলে আগুন, ১৭ শিক্ষার্থী নিহত

আফ্রিকার দেশ কেনিয়ায় একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশের মুখপাত্র রেসিলা ওনয়াঙ্গো জানিয়েছেন, কেনিয়ার মধ্যাঞ্চলের নিয়েরি অঞ্চলে একটি পাহাড়ের পাশে অবস্থিত এন্দারাশা একাডেমিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ওনয়াঙ্গো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ১৭ শিক্ষার্থীকে হারিয়েছি। এ ছাড়া আরও ১৪ জন গুরুতর আহত হয়েছে।’ তিনি জানান, নিহতদের অধিকাংশই এমনভাবে পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করাই কঠিন। পুলিশ ঘটনাস্থলে আছে বলে জানিয়েছেন তিনি। 

এ সময় ওনয়াঙ্গো আশঙ্কা করেন, উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনো অজানা, তবে কারণ জানতে তদন্ত চলছে।

কেনিয়ার বোর্ডিং স্কুলগুলোতে আগুনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে, ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাইস্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন শিক্ষার্থী মারা যায়। তবে কেনিয়ার বিগত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টিতে। যে অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ শিক্ষার্থী মারা গিয়েছিল।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত