হোম > বিশ্ব > আফ্রিকা

ভূমধ্যসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

তিউনিসিয়ার উপকূলে একটি জাহাজ ডুবিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৪৩ জন অভিবাসী এবং শরণার্থী ডুবে গেছেন। এ ঘটনায় ৮৮ জনকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

উদ্ধার ৮৪ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি আছেন বলে নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। তবে, নিখোঁজদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি। 

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুভারাহ থেকে যাত্রা করে বাংলাদেশ, মিশর, সুদান এবং ইরিত্রিয়া থেকে অভিবাসী ও শরণার্থী বহন করে ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি যাওয়ার চেষ্টা করছিল একটি জাহাজ। পথে জাহাজটি দুর্ঘটনায় পড়ে। এ প্রসঙ্গে লিবিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, 'নৌবাহিনী ৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে এবং বাকি ৪৩ জন ডুবে গেছে। তাঁরা লিবিয়ার জুভারাহ থেকে ইউরোপে যাচ্ছিলেন'। 

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসী এবং শরণার্থীরা প্রায়ই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান। এ পথে দুর্ঘটনাও ঘটে প্রচুর। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই পথে ২০ হাজারেরও বেশি অভিবাসী এবং শরণার্থী সমুদ্রে ডুবে মারা যায়। ২০২১ সালেই মারা গেছেন ৮৬৬ জন। গত এপ্রিলে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে গেলে ৪০ জনেরও বেশি লোক মারা যায়। মার্চ মাসে মৃতের সংখ্যা ছিল ৩৯। গত বছরের জুনে একটি নৌকা ডুবে এ সাগরে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়। 

মানব পাচারকারীর ফাঁদে, উন্নত জীবনসহ নানা উদ্দেশ্যে চোরাই পথে ইউরোপ যেতে অনেক অভিবাসী, শরণার্থীই এই পথে যাত্রা করেন। অনেকে পৌঁছেও যান। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই বছরের প্রথম ৬ মাসেই প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসী ইতালিতে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬ হাজার ৭০০ এর চেয়েও বেশি। 

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই