হোম > বিশ্ব > আফ্রিকা

ভূমধ্যসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

তিউনিসিয়ার উপকূলে একটি জাহাজ ডুবিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৪৩ জন অভিবাসী এবং শরণার্থী ডুবে গেছেন। এ ঘটনায় ৮৮ জনকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

উদ্ধার ৮৪ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি আছেন বলে নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। তবে, নিখোঁজদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি। 

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুভারাহ থেকে যাত্রা করে বাংলাদেশ, মিশর, সুদান এবং ইরিত্রিয়া থেকে অভিবাসী ও শরণার্থী বহন করে ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি যাওয়ার চেষ্টা করছিল একটি জাহাজ। পথে জাহাজটি দুর্ঘটনায় পড়ে। এ প্রসঙ্গে লিবিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, 'নৌবাহিনী ৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে এবং বাকি ৪৩ জন ডুবে গেছে। তাঁরা লিবিয়ার জুভারাহ থেকে ইউরোপে যাচ্ছিলেন'। 

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসী এবং শরণার্থীরা প্রায়ই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান। এ পথে দুর্ঘটনাও ঘটে প্রচুর। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই পথে ২০ হাজারেরও বেশি অভিবাসী এবং শরণার্থী সমুদ্রে ডুবে মারা যায়। ২০২১ সালেই মারা গেছেন ৮৬৬ জন। গত এপ্রিলে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে গেলে ৪০ জনেরও বেশি লোক মারা যায়। মার্চ মাসে মৃতের সংখ্যা ছিল ৩৯। গত বছরের জুনে একটি নৌকা ডুবে এ সাগরে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়। 

মানব পাচারকারীর ফাঁদে, উন্নত জীবনসহ নানা উদ্দেশ্যে চোরাই পথে ইউরোপ যেতে অনেক অভিবাসী, শরণার্থীই এই পথে যাত্রা করেন। অনেকে পৌঁছেও যান। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই বছরের প্রথম ৬ মাসেই প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসী ইতালিতে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬ হাজার ৭০০ এর চেয়েও বেশি। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯