হোম > বিশ্ব > আফ্রিকা

আফ্রিকায় বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে স্থিতিশীলতা রক্ষার্থে জাতিসংঘের বহুজাতিক মিশনের (এমআইইউএসএসএ) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকার বহোং এলাকায় শান্তিরক্ষীদের পরিবহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। 

আহত তিনজন বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তাঁরা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ারে এমআইইউএসএসএর হাসপাতালে নেওয়া হয়েছে।

মধ্য আফ্রিকায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও এমআইইউএসএসএর প্রধান মানকৌর দিয়ায়ে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সাধারণ নাগরিকদের রক্ষায় শান্তিরক্ষীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমে এক বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হওয়ার ২৪ ঘণ্টা পরই বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটল। গত বছর শান্তিরক্ষীদের উদ্দেশে তৃতীয় বোমা হামলা এটি। এসব হামলায় দেশটির পৃথক স্থানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার বিস্ফোরণের পর তানজানিয়ার শান্তিরক্ষীরা আক্রান্ত যানবাহনটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আচমকা অজ্ঞাত স্থান থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ হয়। শান্তিরক্ষীরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর জখম গুরুতর নয়।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান