হোম > বিশ্ব > আফ্রিকা

আফ্রিকায় বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে স্থিতিশীলতা রক্ষার্থে জাতিসংঘের বহুজাতিক মিশনের (এমআইইউএসএসএ) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকার বহোং এলাকায় শান্তিরক্ষীদের পরিবহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। 

আহত তিনজন বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তাঁরা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ারে এমআইইউএসএসএর হাসপাতালে নেওয়া হয়েছে।

মধ্য আফ্রিকায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও এমআইইউএসএসএর প্রধান মানকৌর দিয়ায়ে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সাধারণ নাগরিকদের রক্ষায় শান্তিরক্ষীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমে এক বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হওয়ার ২৪ ঘণ্টা পরই বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটল। গত বছর শান্তিরক্ষীদের উদ্দেশে তৃতীয় বোমা হামলা এটি। এসব হামলায় দেশটির পৃথক স্থানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার বিস্ফোরণের পর তানজানিয়ার শান্তিরক্ষীরা আক্রান্ত যানবাহনটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আচমকা অজ্ঞাত স্থান থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ হয়। শান্তিরক্ষীরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর জখম গুরুতর নয়।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত