হোম > বিশ্ব > আফ্রিকা

বিয়ের আধা ঘণ্টা পরই স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু 

বিয়ের আধা ঘণ্টা পরই স্বামীর কোলে মারা গেলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মিসরের দক্ষিণাঞ্চলীয় রেডা গ্রামে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নাদিয়া তাহা মাধি নামের ওই তরুণী বিয়ের আধা ঘণ্টা পরই হার্ট অ্যাটাকের পর স্বামীর কোলে ঢলে পড়ে যান। এ সময় তাঁর বিয়ের পোশাকই পরা ছিল।

মেয়েটির শোকার্ত বাবা প্রথমে বিশ্বাস করতে পারেননি যখন তাকে বলা হয় যে তাঁর মেয়ে মারা গেছে। তিনি বলেন, আমার মেয়ে তার বিয়ের পার্টিতে আনন্দিত ছিল যেখানে সে তার বোনদের সঙ্গে নাচছিল এবং তার অতিথিদের আনন্দের সঙ্গে গ্রহণ করেছিল।

ওই কনের বাবা আরও বলেন, বিয়ের পর বাড়ি ফেরার পর ৩০ মিনিট পরই জানতে পারি আমার মেয়ে মারা গেছে।

 শোকাহত বাবা তাঁর মেয়েকে বিয়ের পোশাকে দাফন করেন। পরে তিনি বলেন, আমি এখনো একটি ধাক্কার মধ্যে আছি কারণ আমি বুঝতে পারছি না কী ঘটেছে কিন্তু আমার কাছে শুধু তার জন্য প্রার্থনা। আল্লাহ আমাদেরকে জান্নাতে তাঁর সঙ্গে পুনরায় মিলিত করুন এবং এই ক্ষতি সহ্য করার সাহস ও ধৈর্য দান করুন।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯