হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ

আবারও স্কুল থেকে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটল নাইজেরিয়ায়। গতকাল সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুলে থেকে কমপক্ষে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নাইজেরিয়ার পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এ ছাড়া দেশটির জারিয়া শহরের জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠরোগ কেন্দ্রের কমপক্ষে আটজনকে রোববার সকালে অপহরণ করা হয়েছে। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, অপহৃতদের মধ্যে দুজন নার্স এবং ১২ মাস বয়সী একটি শিশুও রয়েছে।

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য শিক্ষার্থীদের অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার জারিয়া শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাদুনা শহরের নিকটবর্তী বেথেল ব্যাপ্টিস্ট স্কুলে সোমবার হামলা চালায় বন্দুকধারীরা। পরে স্কুলটি থেকে কমপক্ষে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করে তারা। 

অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক কিশোরী শিক্ষার্থীর মা বিবিসিকে জানান, সোমবার বহুসংখ্যক বন্দুকধারী মোটরবাইকে ঘটনাস্থলে আসে এবং বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে তারা। 

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্কুলে হামলা চালানোর পর বন্দুকধারীরা হোস্টেলে প্রবেশ করে এবং অজ্ঞাতসংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। তবে একজন নারী শিক্ষকসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। 

স্থানীয় এক খ্রিষ্টান নেতা জানিয়েছেন, স্কুলটিতে ১৮০ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে কিছু পালাতে সক্ষম হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, জারিয়া হাসপাতালেও বন্দুকধারীরা হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় অপরাধীরাই ওই হামলা চালিয়েছে। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯