হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রী বরখাস্ত 

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে চলমান নিরাপত্তাসংকটের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফ জোসেফ মেরি ডাবিরকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবো তাঁর মন্ত্রিসভার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বুরকিনা ফাসোতে নিরাপত্তাসংকটের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বরখাস্তের দাবিতে আন্দোলন করছিল বুরকিনা ফাসোর হাজার হাজার মানুষ। 

পশ্চিম আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি বুরকিনা ফাসো। দেশটিতে আলকায়েদা ও আইএস সমর্থিত জঙ্গিগোষ্ঠীর উৎপাত রয়েছে। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া জঙ্গিদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ১০ লাখ মানুষ। 

সম্প্রতি আলকায়েদা সমর্থিত দলের হামলায় বুরকিনা ফাসোতে হামলা চালিয়েছে ৪৯ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও চার বেসামরিক নাগরিককে হত্যা করে। এরপর থেকে প্রধানমন্ত্রীক বরখাস্ত করার দাবি আরও জোরালো হতে থাকে। তবে এই হামলার পর সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন এনেছিলেন ক্রিস্টোফ ডাবির। 

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে বলা হয়, কাবোর প্রধানমন্ত্রীর কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন। 

২০১৯ সালে ডাবির বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। ২০২১ সালে রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবো দ্বিতীয়বারের মতো বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নির্বাচিত হলে  ডাবিরকে আবারও বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।  

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯