হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ 

আফ্রিকার দেশ নাইজেরিয়ার ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের পৃথক তিনটি স্থানে বিস্ফোরণের এ ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বোর্নো প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোর্নো রাজ্যের গোওজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে, অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং হাসপাতালে হামলা চালালে ১৮ জন নিহত হয়। এর মধ্যে বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় নিহত হয় অন্তত ছয়জন এবং বেশ কয়েকজন আহত হয়। 

নাইজেরিয়ার বোর্নো রাজ্যে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৫ বছরে গোষ্ঠীটির হামলায় অন্তত ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এই রাজ্যে। ২০১৪ সালে এই রাজ্যে চিবক নামের একটি শহর থেকে ২৭০ জন স্কুলছাত্রীকে অপহরণ করে কুখ্যাতি অর্জন করে বোকো হারাম। 

তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। 

এর আগে, গত মে মাসের মাঝামাঝি নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি মসজিদে আগুনে পুরে মারা যান অন্তত ১১ মুসল্লি। এ ছাড়া আহত হন কয়েক ডজন। পুলিশ জানায়, এক ব্যক্তি মসজিদের দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। তখন ভেতরে আটকে পড়েন প্রায় ৪০ জন মুসল্লি।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই