হোম > বিশ্ব > আফ্রিকা

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ৩০ আল-শাবাব সদস্য নিহত

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তাঁরা সবাই সশস্ত্র সংগঠন আল-শাবাবের সদস্য। রাজধানী মোগাদিসুর উত্তর-পূর্বাঞ্চলীয় গালকাদ শহরে এই হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনী এমন দাবি করেছে বলে খবর বিবিসির।

গত কয়েক দিন ধরে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছিল সোমালিয়ার সরকারি বাহিনী ও আল-শাবাবের মধ্যে। এর আগে সোমালি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছিল আল-শাবাবের শতাধিক যোদ্ধা। এতে কয়েকজন সেনাসদস্য প্রাণ হারান।

মার্কিন বাহিনীর আফ্রিকা কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (২০ জানুয়ারি) সোমালিয়ার সেনাবাহিনীর সমর্থনে মার্কিন বাহিনী একটি অভিযান পরিচালনা করে। রাজধানী মোগাদিসু থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরের গালকাদ শহরের কাছে পরিচালিত হয় অভিযান। বিমান হামলায় আল-শাবাবের তিনটি গাড়ি ধ্বংস করে দেওয়া হয়। তবে এই হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

মার্কিন আফ্রিকা কমান্ড আরও জানায়, অঞ্চলটিতে নিরাপত্তা নিশ্চিতে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সমর্থিত আল-শাবাবকে পরাজিত করতে সোমালিয়াকে প্রয়োজনীয় সহায়তা দিতে মার্কিন আফ্রিকা কমান্ড প্রশিক্ষণ, পরামর্শ এবং অস্ত্র প্রদান অব্যাহত রাখবে।

জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার একটি শাখা হিসেবে পরিচিত আল-শাবাব ২০০৬ সাল থেকে সোমালিয়া সরকারকে উৎখাত করতে হামালা চালিয়ে আসছে। সরকারকে উৎখাতের পাশাপাশি ইসলামি শাসন প্রতিষ্ঠা সশস্ত্র গোষ্ঠীটির লক্ষ্য। প্রায়ই রাজধানী মোগাদিসু ও অন্যান্য স্থানে প্রাণঘাতী হামলা চালায় আল-শাবাব।

 

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী