হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, চীনা ও ভারতীয় সহ নিহত ২০

রাজধানী জুবা যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। বিমানটিতে দেশটির জ্বালানি খাতের কর্মীরা ছিলেন। বুধবার সকালে ইউনিটি অয়েলফিল্ড বিমানবন্দরে বিমানটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গাটওয়েচ বিপাল।

সিএনএন জানিয়েছে, বিমানটি রাজধানী জুবা যাওয়ার পথে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে চীনের রাষ্ট্রীয় ‘চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন’ এবং ‘নাইল পেট্রোলিয়াম করপোরেশনের’ যৌথ প্রতিষ্ঠান গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির কর্মীরা ছিলেন।

ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গাটওয়েচ বিপাল জানান, নিহতদের মধ্যে দুজন চীনা ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যম ১৮ জন নিহত হওয়ার খবর দিয়েছিল। তবে বিপাল পরে জানান, দুজন আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০। এ ঘটনায় মাত্র একজন ব্যক্তি জীবিত আছেন।

চলমান সংঘাত ও দুর্বল অবকাঠামোর কারণে দক্ষিণ সুদানে এর আগেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইয়িরোল শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছিলেন। ২০১৫ সালে রাজধানী জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি রাশিয়ান কার্গো বিমান বিধ্বস্ত হলে ডজনখানেক মানুষ প্রাণ হারান।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের