হোম > বিশ্ব > আফ্রিকা

মেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় শিক্ষককে মারধর

মিশরে মেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় এক শিক্ষক মারধরের শিকার  হয়েছেন।  স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ রোববার এমনটি জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়,  শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে মিশরের বেহেইরা অঞ্চলে। ৫৭ বছর বয়সী ওই শিক্ষককে মারধর করেন তাঁরই ১৫ বছর বয়সী এক ছেলে শিক্ষার্থী। এরই মধ্যে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্র-শিক্ষকের ওপর হামলা করার সময় হট্টগোল হয় এবং ছাত্রীদের চিৎকার শোনা যায়। অন্য শিক্ষকেরা এসে ওই শিক্ষককে উদ্ধার করে এবং পুলিশ না আসা পর্যন্ত ছাত্রকে আটকে রাখে। 

এদিকে অভিযুক্ত শিক্ষার্থী শিক্ষককে পেটানোর কথা স্বীকার করেছেন। 

বেহেইরা পুলিশ মিশরের শিক্ষা মন্ত্রণালয়কে এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। 

মিশরে শিক্ষক পেটানোর ঘটনা নতুন নয়। এই মাসের শুরুতে একজন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ায় মারধরের শিকার হন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছিল ডাকাহলিয়া অঞ্চলে।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত