হোম > বিশ্ব > আফ্রিকা

ডুবন্ত শহরে পুরোনো জাহাজ

সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার আগে হেরাক্লিয়ন ছিল মিসরের অন্যতম বৃহত্তম বন্দর নগরী। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ নগরী আনুমানিক এক হাজার বছর আগে ভূমিকম্প আর জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায়। দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকেরা মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার কাছে আবু কির উপকূলীয় অঞ্চলে এর উপস্থিতি পান। এবার সেখানে পাওয়া গেল পুরোনো সমাধি এবং জাহাজের অংশবিশেষ। লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মিসর ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ অভিযানে এগুলো আবিষ্কৃত হয়। নেতৃত্ব দেয় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজি (আইইএএসএম)। খুঁজে পাওয়া জাহাজের অংশবিশেষ পরীক্ষা করে জানা যায়, এটি ২ হাজার ২০০ বছর আগেকার একটি ‘ফাস্ট গ্যালি’ সমর জাহাজ। গত সপ্তাহে অভিযানের বিস্তারিত জানিয়েছে মিসরের পর্যটক ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।

২৫ মিটার লম্বা এই জাহাজে পাওয়া গেছে স্থাপত্যশৈলীর দারুণ সব নিদর্শন। বিশেষ গঠন মেনে এটি তৈরি করা হয়েছিল বলে জানান আইইএএসএমের প্রধান ফ্রাঙ্ক গোদিও। ধারণা করা হচ্ছে, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে হেরাক্লিয়নের বিখ্যাত আমুন মন্দিরটি ধসে পড়ার সময় জাহাজটি পাশেই নোঙর ফেলা অবস্থায় ছিল। ফলে এটিও ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগে এতে কী কী পণ্য ছিল সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।

আরেকটি পৃথক স্থানে খুঁজে পাওয়া সমাধিটি দুই হাজার ৪০০ বছর আগেকার। এটি গ্রিক বণিকদের ছিল বলে জানা যায়। মিসরীয় উপকথার একজন দেবীর ছবি আঁকা একটি সোনার তাবিজ পাওয়া গেছে এখানে। শিশু এবং গর্ভবতী নারীদের রক্ষাকর্তা হিসেবে তাঁর ছবি ব্যবহার করা হতো।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯