হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহীদের একটি অংশ। সোমবার প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরিয়েকে আটক করা হয়। দেশটির রাজধানী ওয়াগাদুগুর প্রেসিডেন্ট ভবন থেকে তাঁকে আটক করা হয়। 

সোমবার ভোররাতেই ওয়াগাদুগুর প্রেসিডেন্টের বাসভবন এলাকার বাইরে ও বিভিন্ন ব্যারাকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। 

বুরকিনা ফাসোর সেনাবাহিনীর বিদ্রোহী অংশ সরকারের কাছে বর্তমান সেনাপ্রধানকে অপসারণসহ দেশটির ইসলামপন্থীদের মোকাবিলায় আরও অর্থায়ন দাবি করে। কিন্তু সরকার তা না মানায় এই বিদ্রোহ। 

তবে এর আগে, গত রোববার দেশটির সরকার কোনো ধরণের সামরিক অভ্যুত্থান কিংবা প্রেসিডেন্টের আটক হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিল।

এর আগে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর স্যানগৌল লামিজানা সেনা শিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন ও সেখানে একটি কারাগার রয়েছে। সেখানে আটক রয়েছে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সেনাসদস্যরা।

রয়টার্সের প্রতিনিধি জানান, সেনা শিবিরের সৈন্যদের আকাশে ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন তিনি। এ ছাড়া ওয়াগাদুগুর বিমানবন্দরের কাছেও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনা শিবিরেও গোলাগুলি হয়েছে। 

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত