হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৪, আটকা বহু

নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনটির ভেতরে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, লাগোসের ইকোয়িতে নির্মাণাধীন ২১ তলার ভবনটি স্থানীয় সময় গত সোমবার ধসে পড়ে। এর পরপরই উদ্ধারকর্মীরা কাজ শুরু করলেও ভবনটির ভেতরে ঠিক কতজন আটকে আছে, সেই সংখ্যা নিশ্চিত করতে পারেননি তাঁরা। ইতিমধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধারও করা হয়েছে। 

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোয়ি জানিয়েছেন, ধসে পড়া ভবনটির ভেতর থেকে চারজনকে জীবিত এবং চারজনকে মৃত উদ্ধার করা হয়েছে।

লাগোস পুলিশ কমিশনার হাকিম ওদুমসু আটকে পড়ার সংখ্যা নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, `ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য আমরা সেনাবাহিনীকেও আনার চেষ্টা করছি।' 

ভবনটির চারজন নির্মাণশ্রমিক বার্তা সংস্থা এএফপিকে জানান, ধসে পড়ার সময় কয়েক ডজন মানুষ ভবনটির ভেতরে কাজ করছিলেন। 

পিটার আজাবি নামে ২৬ বছর বয়সী ভবনটির এক শ্রমিক বলেন, `ভবনে অন্তত ৪০ জন ছিলেন, ১০ জনের মরদেহ দেখেছি। কারণ আমি ধ্বংসস্তূপের মধ্যে গিয়েছি। মারা যাওয়াদের মধ্যে একজন আমার কাছের ছিল।'

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। ভবন নির্মাণের নীতিমালা খুব কমই মানা হয় দেশটিতে। এ ছাড়া ভেজাল ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও প্রায়ই পাওয়া যায়। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯