হোম > বিশ্ব > আফ্রিকা

তানজানিয়ায় হ্রদে বিধ্বস্ত উড়োজাহাজ, নিহত অন্তত ১৯

তানজানিয়ায় বৈরী আবহাওয়ার মুখে একটি যাত্রাবাহী উড়োজাহাজ হ্রদে বিধ্বস্ত হয়েছে। আফ্রিকার দেশটির ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ১৯ আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিন জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে প্রধানমন্ত্রী কাসিম মাজালিবা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। 

বেসরকারি প্রিসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইটটির তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামে অবতরণ করার কথা ছিল।

বুকোবায় পৌঁছে জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী মাজালিবা বলেন, ‘দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শোকসন্তপ্ত পরিবারের পাশে তানজানিয়ার আপামর জনগণ রয়েছে।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে হ্রদে আছড়ে পড়ার পরপরই ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেখানে ফ্লাইটটিতে আরোহী ছিলেন ৪৩ জন, এর মধ্যে যাত্রী ৩৯ জন। 

প্রিসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম বেসরকারি এয়ারলাইন। উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ। 

এয়ারলাইন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরই মধ্যে উদ্ধারকর্মীদের পাশাপাশি একটি তদন্ত দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯