হোম > বিশ্ব > আফ্রিকা

আফ্রিকাকে ‘জিম্মি’ করেছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া আফ্রিকার দেশগুলোকে ‘জিম্মি’ করে রেখেছে। স্থানীয় সময় সোমবার আফ্রিকান ইউনিয়ন কমিশনে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে জেলেনস্কি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ শুরু করেছে তাঁরা আফ্রিকাকেও জিম্মি করে রেখেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ওই ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট সতর্ক করেন যে, ‘যতক্ষণ পর্যন্ত উপনিবেশবাদী যুদ্ধ চলতে থাকবে’ ততক্ষণ পর্যন্তই বিশ্বের খাদ্য সংকট চলতেই থাকবে। যার ফলে ইউক্রেন যেসব দেশে খাদ্যশস্য রপ্তানি করে থাকে সেসব দেশের ৪০ কোটি মানুষের জীবন সরাসরির শঙ্কার মুখে পড়বে।

জেলেনস্কি বলেন, ‘এই সময় আমাদের মূল কাজ হলো দুর্ভিক্ষের ঝুঁকি দূর করা। ২১ শতকে কোনোভাবেই এই ধরনের হুমকি থাকতে পারে না। এ জন্য ইউক্রেনবাসীকে ধন্যবাদ, ইউক্রেনের কৃষি শিল্পকে ধন্যবাদ।’

জেলেনস্কি আরও বলেন, ‘যদি বর্তমান খাদ্য সংকটের কারণ রাশিয়া না হতো তবে এত দিনে আপনার অন্য চিত্র দেখতেন। একটি নিরাপদ অবস্থান দেখতেন। যা হোক, এ ক্ষেত্রে দুর্ভিক্ষ এড়াতে—রাশিয়ার মতো উপনিবেশবাদী দেশগুলোর অন্যের ভূমি দখল করার যে নীতি তা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।’  

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত