সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় প্রখ্যাত সাংবাদিক আবদি আজিজ মাহমুদ নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে হামলার ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি বলছে, আবদি আজিজ সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সমালোচক ছিলেন। তিনি রাজধানীর একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন। বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।
আবদি আজিজের চাচাতো ভাই আবদুল্লাহি নূর রয়টার্সকে বলেন, ‘আমার চাচাতো ভাই আবদি আজিজকে এক আত্মঘাতী হামলাকারী হত্যা করেছে। একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরপরই তার ওপর হামলা হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।’
আবদি আজিজকে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবেল ‘জাতীয় হিরো’ বলে বর্ণনা করেছেন।