হোম > বিশ্ব > আফ্রিকা

বিচার বিভাগ ভেঙে দিলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ দেশটির বিচার বিভাগ ভেঙে দিয়েছেন। আজ রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে বামপন্থী কর্মীদের হত্যাসহ রাজনৈতিকভাবে সংবেদনশীল তদন্তে বিলম্ব করার জন্য বিচার বিভাগের সদস্যরা কোটি টাকা ঘুষ নিয়েছিলেন-এমন অভিযোগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট বিচার বিভাগ ভেঙে দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলেছে। 

কয়েক মাস ধরে তিউনিসিয়ার বিচারকদের বিরুদ্ধে দেশটিতে তীব্র সমালোচনা চলছে। গত মাসে প্রেসিডেন্ট সাইয়েদ শীর্ষ বিচারিক পরিষদের সদস্যদের সকল আর্থিক সুযোগ-সুবিধা প্রত্যাহার করেছেন। এই বিচার বিভাগ ২০১৬ সালে গঠন করা হয়েছিল। তখন বিচারদের ওপর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, বিচারকদের শৃঙ্খলাবদ্ধ করা এবং তাদের পেশাগত পদোন্নতি প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানের বক্তৃতায় কাইস সাইয়েদ বলেন, ‘এই বিচার বিভাগে আনুগত্য অনুযায়ী পদ ও নিয়োগ বিক্রি করা হতো। তাঁরা এখন যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারে বসার যোগ্য নন তাঁরা। আপনি কল্পনাও করতে পারবেন না, কতিপয় বিচারক এসব অপকর্ম করে কোটি কোটি টাকা বানিয়েছেন।’ 

গত মাসে সংবিধান সংশোধনের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। তাঁর এ ঘোষণা এক দশকের পুরনো গণতান্ত্রিক ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল জনতা। তখন বিক্ষোভকারীদের ওপর পুলিশ জলকামান ছুঁড়েছিল এবং বিক্ষোভকারীদেরকে ব্যাপক লাঠিপেটা করেছিল। 

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই